• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়ায় ডাবের বাজারে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান-জরিমানা

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৩ , ৫:১৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

    বগুড়ায় ডাবের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সদস্যরা । এসময় তিন পাইকারি আড়তদারকে ডাবের দাম বেশি নেওয়ায় জরিমানা করা হয়। এছাড়া কেনাবেচার রশিদ না রাখায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদের জরিমানা করা হয়েছে। বগুড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সূত্রে জানা গেছে। শনিবার সকালে বগুড়া সদরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
    অভিযানে ডাবের তিন আড়তদারকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে শহরের গোদারপাড়ার আল আমিন ডাবঘরের আল আমিনকে ১০ হাজার টাকা, নামাজগড় এলাকার দুই ভাই ডাবঘরের শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা ও গোয়ালগাড়ি এলাকার মেসার্স রূপম এন্টারপ্রাইজের মনিরুজ্জামান রুকনকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content