• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে শঙ্কায় কৃষক

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ৯:১৭:৪৬ প্রিন্ট সংস্করণ

    মো:সৈকত জামান প্রিন্স, ফুলছড়ি-গাইবান্ধা:

    গাইবান্ধার ফুলছড়িতে ভুট্টার বাম্পার ফলন হয়েছে।চরাঞ্চলের ধু-ধু বালির বুকের দৃশ্য বদলে দিয়েছে ভুট্টা চাষ। ব্রক্ষপুত্র নদের দু-পাড়ের যে দিকে চোখ যাবে সেদিকে দেখা মিলছে ভুট্টা গাছের সবুজসমারোহ।প্রাকৃতিকভাবে শহনশীল, অল্প খরচ, রোগবালাই কম এবং অধিক ফলনের কারণে রবি মৌসুমে ভুট্টার চাষ বেশি হয়ে থাকে। অতীতের চেয়ে এবার ভুট্টা উৎপাদন অনেক বেশি হলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে চাষিরা। চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভুট্টার সবুজ খেত। এখানকার জমি উর্বর পলিময়। ফলে প্রতিবছরই বাম্পার ফলন হয় ভুট্টার। এবারও হয়েছে। তারপরও শঙ্কিত কৃষক। ভয় ন্যায্য মূল্য না পাবার।কৃষি বিভাগের মতে, বাম্পার ফলন হলেও ফড়িয়া, দালাল আর মহাজনদের কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবার আশঙ্কা করছেন গাইবান্ধার ভুট্টা চাষিরা। এ অবস্থায় তাদের দাবি, সরকারিভাবে ভুট্টার দাম নির্ধারণ করে দেয়ার পাশাপাশি ক্রয়কেন্দ্র খুলে সরাসরি চাষিদের কাছ থেকে ভুট্টা কেনার ।

    আরও খবর

    Sponsered content