• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    গোবিন্দগঞ্জে চাউল প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

      প্রতিনিধি ৫ মে ২০২৩ , ৫:৫০:১৪ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চাউল প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    শুক্রবার (০৫ মে) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ও সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে চাউল প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতারসহ চোরাইকৃত ৩০ বস্তা চাল ও অটোভ্যান উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রামের বাসিন্দা বাহারউদ্দিন এর পুত্র ওয়াসীম প্রধান এবংআতাউর রহমান এর পুত্র রিয়াদ মিয়া। অপর আসামি সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত ফয়েজ উদদীনের পুত্র হাফিজার রহমান।

    পুলিশ সূত্রে জানা যায় যে, গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকার জনৈক একাব্বর আলীর চাউল মিলের ক্রেতা সেজে নগদ টাকায় চাউল কেনার কথা বলে ৩৬ বস্তা চাউল নিয়ে অটোভ্যানে রওনা হয়। মহিমাগঞ্জ বাজারের পৌঁছে ভ্যান বদল করে ভ্যানচালক কে বোকা বানিয়ে ৩০ বস্তা চাল নিয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের সনাক্ত করে অদ্য ০৫/০৫/২৩ তারিখ মহিমাগঞ্জ ও বোনারপাড়া এলাকা হতে তাদের গ্রেফতার করে ৩০ বস্তা চাউল ও অটোভ্যান উদ্ধার করা হয়।

    গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের নেতৃত্বে এসআই প্রলয় কুমার বর্মা, এএসআই সেলিম, এএসআই কুদ্দুস এই অভিযান পরিচালনা করেন।
    গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রতারণা মামলা রেকর্ড করে জেলহাজতে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content