• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    কাঁঠালিয়া সমলয় প্রজেক্টের নামে ৫০ কৃষকের মাথায় হাত

      প্রতিনিধি ৭ মে ২০২৩ , ৮:৫০:০৭ প্রিন্ট সংস্করণ

    ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় দক্ষিন আনইল বুনিয়া জয়খালী ব্লকে ৫০ জন কৃষক নিয়ে কাঠালিয়া কৃষি অফিসের তত্বাবধানে চাষ হয়েছিলো সমলয় প্রকল্পের বোরো ধান। ৫০ একড় জমিতে চাষাবাদের কথা থাকলেও চাষ হয়েছে ১৫ একড় জমিতে। তবে ফসল হয়নি এই জমিতে। এবিষয়ে ১০ জন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

    ভুক্তভোগী একাধিক কৃষকরা বলেন, ৫০ জন সদস্যদের থেকে ৪০০০ করে টাকা নিয়ে আইসিএম ক্লাবের সভাপতি মজিবুর রহমান মধু ও সহকারী কৃষি অফিসার আসাদুজ্জামান খোকন এই প্রকল্পে চাষাবাদ শুরু করেন। জারা জমিতে কাজ করতে পারেনি তাদের থেকে প্রতিদিন মজুরী হিসেবে ৫০০ করে টাকা নেয়া হয়েছে। সরাকারী বরাদ্ধকৃত সার কীটনাশক জমিতে না দিয়ে গোপনে বিক্রী করে দিয়াছে সভাপতি মধৃু ও সহকারী কৃষি কর্মকর্তা আসাদ। সঠিক ভাবে সার, কীটনাশক প্রয়োগ না করায় ও কৃষি অফিসের সঠিকভাবে তদারককারী না করার কারনে জমিতে ফল ফলেরি বরং সব বীচ নষ্ট হয়ে গেছে। নাম প্রকাশে অনইচ্ছুক এক কৃষক বলেন এই প্রকল্পে আমার আনুমানিক ২৩ হাজার টাকা খরচ হয়েছে।

    এ বিষয়ে ব্লক সুপারভাইজার আসাদুজ্জামান খোকন বলেন, আমি কিছু জানিনা সব আমার স্যার জানে, তার নির্দেশনা অনুযায়ী আমি কাজ করেছি।

    এ বিষয়ে কাঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ বলেন, সমলয় প্রকল্পে ৫০ একর জমিতে আমরা বোরো ধান চাষাবাদ করেছি। উক্ত জমিতে বিভিন্ন প্রজাতির ৯.৫০ সার ও প্রয়জনিয় কীটনাশক ব্যাবহার করেছি। প্রকল্পের ব্যায়ের কথা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন এই তথ্য আপনাদের দেয়া যাবেনা, তবে তথ্য প্রযুক্তি ফরমে আবেদন করতে হবে বলে প্রকল্পের সকল কথা এড়িয়ে যান।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এখনো আমার কাছে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে ব্যাবস্থা নিবো।

    আরও খবর

    Sponsered content