• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    সংগ্রাম করেই জয়িতা হতে হয়’- হুইপ গিনি

      প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ৮:১৭:১৮ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    “সংগ্রাম ছাড়া কোনো জয় নেই। সংগ্রাম করে জয়ী হতে হয়। সংগ্রাম করেই জয়িতা হতে হয়। আর, সংগ্রাম করেছেন বলেই এদেশের নারীরা তুলনামূলক ভালো অবস্থানে আছেন। তবে সংগ্রাম চলমান; তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে।” জয়িতাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেছেন মহান জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর -২ আসনের মাননীয় সংসদ সদস্য – মাহাবুব আরা বেগম গিনি।

    সোমবার ( ১৫ মে) এসকেএস ফাউণ্ডেশন আয়োজিত জয়িতাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে হলে, নারীদের শিক্ষিত হতে হবে। নারীর ক্ষমতায়নে শিক্ষার বিকল্প নেই। এ জন্য নারীকে সংগ্রাম করে তার পড়াশোনা চালিয়ে যেতে হবে।” জয়িতাদের অর্জন এবং সমাজের উদ্যোগী নারীদের কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করতে এসকেএস ফাউণ্ডেশনের আয়োজনে এসকেএস ইন, গাইবান্ধায় তার কর্মসূচির আওতায় নির্বাচিত ২৭ জন জয়িতাকে এই সংবর্ধনা প্রদান করে।

    সংবর্ধনায় জয়িতাদের নিয়ে লেখা বই ‘আমাদের জয়িতারা’ এবং প্রত্যেকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

    এসকেএস ফাউণ্ডেশনের নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান।

    এছাড়াও আরো উপস্থিত ছিলেন,
    জেলা – উপজেলার সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট পত্রিকার সাংবাদিক ও সুশীল সমাজের
    প্রতিনিধিগণসহ শতাধিক ব্যক্তি অংশ নেন।

    জয়িতাদের অভিবাদন জানিয়ে অনুষ্ঠানের সভাপতি ও এসকেএস ফাউণ্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন বলেন, “টেকসই উন্নয়নের লক্ষ্যে এসকেএস ফাউণ্ডেশন কাজ করছে। এই টেকসই উন্নয়ন পরিকল্পনায় পুরুষের সম-অংশীজন হলেন নারীরা। নারীরা এগিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে। তারই প্রমাণ হলেন আপনারা জয়িতারা।

    সম্মাননা পাওয়া ২৭ জন নারী এসকেএস ফাউণ্ডেশনের কর্মসূচিতে অংশগ্রহণ করে ৪টি ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হন। ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাড়িয়েছে যে নারী’ ক্যাটাগরিতে ৯ জন; ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে ৫ জন; ‘সমাজ উন্নয়নে অবদান রেখেছে যে নারী’ ক্যাটাগরিতে ১২ জন এবং ‘সফল জননী’ ক্যাটাগরিতে ১ জন জয়িতা সম্মাননা পেয়েছেন। ২৭ জন জয়িতার মধ্যে ৩ জন লালমনিরহাট জেলার এবং বাকিরা সবাই গাইবান্ধা জেলার সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।

    আরও খবর

    Sponsered content