• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    লামায় কারিতাসের বাগান স্থাপন প্রশিক্ষণ পেল ৫১ প্রান্তিক কৃষক

      প্রতিনিধি ২০ মে ২০২৩ , ১১:০৮:৫৭ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:

    পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে উপকারভোগী কৃষকদের বাগান স্থাপনের কৌশল বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে (২০মে) শনিবার । উপজেলার ফাঁসিয়াখালী, লামা সদর এবং রূপসী ইউনিয়নের ৯টি পাড়ার ৫১জন প্রান্তীক কৃষককে গত দুই দিন ব্যাপী মাল্টি স্টোরেড বাগান স্থাপনে সংস্থার উপজেলা কার্যালয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

    এতে প্রশিক্ষণ প্রদান করেন- কারিতাস বাংলাদেশ এর জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মো: নেছারুল আলম খান, মাঠ কর্মকর্তা মো মামুন সিকদার, মাঠ সহায়ক মিখায়েল ত্রিপুরা, পংমে মারমা, মাঠ সহায়ক অংনুচিং মারমা এবং হিউম্যনিটারিয়ান ফাউন্ডেশন এর মাঠ সহায়ক বীর সিংহ চাকমা । প্রশিক্ষণের পর প্রত্যেক উপকার ভোগীকে ৫ হাজার টাকা পরিমানে কৃষি সরঞ্জাম প্রদান করা হবে বলে জানান মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার।

     

    আরও খবর

    Sponsered content