• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    তেতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৪০ জন

      প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ৫:২৩:১২ প্রিন্ট সংস্করণ

    মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া উপজেলা বাংলাবান্ধা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে য়ায় এতে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় আহত হয়েছেন মিনিবাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী। এদিন বিকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি মিনিবাসে তেতুলিয়া আসতে ছিলো স্থানীয় মানুষজন। পথে মাঝিপাড়া কমলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায় যাত্রী বোঝাই গাড়িটি। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই মিনিবাস। মিনিবাস উল্টে এখন পর্যন্ত মৃত্যু খবর পাওয়া যায়নি। আহত হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। এ ঘটনাটি মঙ্গলবার ২৩ মে বিকালে তেতুলিয়া মাঝিপাড়া নামক স্থানে ঘটেছে।ঘটনায় আহত হয়েছেন মিনিবাসে থাকা শালবাহান এলাকার শাপলা (২০) সরর্দার পাড়ার আব্দুল গনি (৫০) সিপাই পাড়া তুষার (৪০) বুড়িমুটকি ছলিম (৫৫) জিতেন চন্দ্র(৫৫)নামগছ রফিক( ৪৫) দৌলত পাড়া অপু( ২৫) ডেমগছের হাসিবুল (৩০) মমিনপাড়া সাইফুল (৬২)ধারাগছ রফিকুল (৪৫) সহ আরো অনেক যাত্রী। মাঝিপাড়া শালবাহান

    রোড কমলা বাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রী বোঝাই গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে তেতুলিয়া এবং পঞ্চগড়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। আঘাত গুরুতর থাকায় রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বাকিদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় তেতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ বাহিনী। গাড়ির চালক এখনও পলাতক।

    আরও খবর

    Sponsered content