• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    উলিপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৩ সদস্যকে আটক করেছে পুলিশ

      প্রতিনিধি ২৭ মে ২০২৩ , ৫:৪৩:৫৭ প্রিন্ট সংস্করণ

    বাদশা আলমগীর,  সংবাদদাতা :

    কুড়িগ্রামের উলিপুরে একটি মটর সাইকেল সহ চোরের তিন(০৩)জন সিন্ডিকেটকে আটক করেছে থানা পুলিশ। দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন উপজেলা, থানায় বিভিন্ন চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় এসপি,র নির্দেশনায় পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উলিপুর থানার একটি চৌকস টিম রাজারহাট থানাধীন চাকিরপাশা এলাকায় চোরাই একটি টিভিএস মেট্রো মোটরসাইকেল বিক্রয় করার সময় রাজারহাট থানা এলাকার কুখ্যাত চোর রমজান আলী (৩০), আনোয়ার হোসেন (৩০) ও হামিদুল ইসলাম (৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে। পুলিশের আগমন টের পেয়ে চোরদয় পালানোর চেষ্টা কর, কিন্তু শেষ রক্ষা হয়নি।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গত ১১ মার্চ ২০২৩ তারিখ রাত আনুমানিক ৯.৩০ ঘটিকায় উলিপুর থানাধীন দলদলিয়া ইউনিয়নের তেজার মোড় এলাকা থেকে ভিকটিম ফজলুুল করিমের একটি টিভিএস মোটরসাইকেল চুরি হয়। পরবর্তীতে ভিকটিম উলিপুর থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেন। উক্ত জিডি মূলে উলিপুর থানা পুলিশ চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করতে অনুসন্ধান চলমান রাখে। ঘটনার দিন অদ্য ২৫শে মে ২০২৩ তারিখ রাত আনুমানিক ০০.২৫ ঘটিকার সময় রাজারহাট থানাধীন চাকিরপাশার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেলটি উদ্ধারসহ চুরির সাথে জড়িত ০৩ জনকে গ্রেফতার করে উলিপুর থানার পুলিশ। মোটরসাইকেল উদ্ধার বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)বলেন, উলিপুর থানায় অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ায় আমরা বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে যাচ্ছি। অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।

    আরও খবর

    Sponsered content