• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    রাজশাহী মহা নগরীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

      প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ১:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক রাজশাহী:

    আজ মঙ্গলবার রাজশাহী নগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে গোসল করতে নামলে দুই শিশু পানিতে ডুবে মারা যায়।
    মৃতরা হলেন,নগরীর হেতেমখান এলাকার নিরেন আসমানি-দম্পতির নয় বছরের শিশু নির্ঝর এবং একই এলাকার গোবিন্দ-আঁখি দম্পতির ছয় বছরের শিশু অনন্ত।নির্ঝর এবং অনন্ত একে অপরের খালাতো ভাই ও প্রথম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী।এলাকাবাসী জানান,অনন্ত এবং নির্ঝর সহ এলাকার শিশুরা এই হেঁতেমখা গোরস্থান পুকুরে গোসল করতে নামে।এ সময় অনন্ত সাঁতার না জানায় ডুবে যাওয়ার উপক্রম হলে নির্ঝর তাকে সহযোগিতার জন্য এগিয়ে যায়।তবে নির্ঝরও সাঁতার জানতো না।পরে দুজনই পানি ডুবে মারা যায়।
    অনন্তর মা আখিঁ কান্না জড়িত কন্ঠে বলেন,স্কুল থেকে দুই ভাই প্রতিদিনের মত বাড়িতে খেলাঘুলা করে।আজ স্কুল থেকে এসে পুকুরে যায়।পরে তাদের মৃত্যুর খবর দেয় এলাকাবাসী।রাজশাহী নগরীর ১৩ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল মোমিন বলেন,মৃত দুই শিশুর একে অপরের খালাতো ভাই।তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মগে রয়েছে।এখন পর্যন্ত পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।
    নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান,দুই শিশুর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content