• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মোহনপুরে বাজেট অদিবেশনে নারী ফোরামের টাকা গায়েবের অভিযোগ

      প্রতিনিধি ৩১ মে ২০২৩ , ৪:৩১:৫৭ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

    রাজশাহীর মোহনপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ মে) বিকাল সাড়ে ৩ টায় দিকে উপজেলা হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়।

    বাজেট সভায় মোহনপুর উপজেলার নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরার সভাপতিত্বে বাজেট পেশ করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জহুরুল ইসলাম।

    রাজস্ব বাজেটের আয় ২ কোটি ১৯ লাখ ৩৩ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব বাজেটে ব্যয় ১ কোটি ৬৩ লাখ ৬ হাজার ৮০০ টাকা ও রাজস্ব উদ্বৃত ৫৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা।

    উন্নয়ন খাতে আয় ২ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় ১ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকা ও সমাপ্তির জের ৫৬ লাখ ২৭ হাজার টাকা।

    এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পিয়াংকা দাস, মোহনপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানজিদা রহমান, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান, জাহানাবাদ ইউপি চেয়্যারম্যান হযরত আলীসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারি বৃন্দরা।

    উল্লেখ্য : ৩১ মে (বুধবার) বিকালে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য মোহনপুর উপজেলা পরিষদের বার্ষিক বাজেট ঘোষণা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মোহনপুর উপজেলা পরিষদের “নারী উন্নয়ন ফোরাম” কর্মসূচির সাড়ে চার লাখ টাকা উধাও হয়েছে বলে জানান “নারী উন্নয়ন ফোরাম” এর কোষাধ্যক্ষ মরিয়ম বেগম ইউপি সদস্য রায়ঘাটি ইউনিয়ন পরিষদ, সহ-সভাপতি হাসনা হেনা ইউপি সদস্য ধুরইল ইউনিয়ন পরিষদ, খালেদা খাতুন ও ববিতা বিবি ইউপি সদস্য বাকশিমইল ইউনিয়ন পরিষদ, মাবিয়া খাতুন ইউপি সদস্য ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ, মিনা খাতুন ইউপি সদস্য মৌগাছী ইউনিয়ন পরিষদ।

    আরও খবর

    Sponsered content