• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    দোয়ারায় আ’লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

      প্রতিনিধি ৪ জুন ২০২৩ , ১২:২৫:১৪ প্রিন্ট সংস্করণ

    দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

    সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় দাপ্তরিক কাজে বিশেষ দায়িত্ব প্রাপ্ত কর্মচারী (সিএ) সফিকুর রহমানের নেতৃত্বে এই চক্র এলাকার সাধারণ মানুষের জমি দখল, মামলা, হামলাসহ বিভিন্ন কূটকৌশলে হয়রানী করছে বলে এমন অভিযোগ করেছেন একই ইউনিয়নের এরুয়াখাই গ্রামের যুবক আলিম উদ্দিন পলাশ। দোয়ারাবাজার থানায় দায়ের করা অভিযোগে তিনি বলেন, সফিক উপজেলা পরিষদে কর্মচারী হিসেবে এবং কাদের আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছিনতাই ও চুরি মামলার আসামি আবুল হোসেনসহ কয়েকজনকে দিয়ে এই চক্র মানুষকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে জিম্মি করে চাঁদা আদায় করছে।
    তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য সম্প্রতি এরুয়াখাই গ্রামের আব্দুল খালেক মাস্টারের বাড়ির রাস্তায় মাটি ভরাটের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেন। এই কাজের দায়িত্বে তিনি থাকায় সফিক এবং আঃ কাদির তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিয়ে তিনি রাস্তার কাজ শুরু করলে তারা এসে রাস্তার কাজে বাঁধা দেয় এবং হুমকি প্রদান করে। তাদেরকে চাঁদা না দিয়ে কাজ সমাপ্ত করায় এখন তারা বিভিন্ন ভাবে তাকে হয়রানী করছে ও তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

    অভিযোগের বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, অভিযোগ তদন্তের জন্য থানার একজন পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে আব্দুল কাদির ও সফিকুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায়নি।

    আরও খবর

    Sponsered content