• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    বাংলাদেশ কৃষিতে একদিন বিশ্বের সেরা হবে -ফসিউল্লাহ

      প্রতিনিধি ১০ জুন ২০২৩ , ১:৩৫:০৪ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    দর্শনার ওয়েভ ফাউন্ডেশন কৃষিতে অবদান রাখার জন্য জেলার বিভিন্ন কৃষি উদ্যোক্তাকে পুরস্কার দিয়েছে। শনিবার বিকাল ৪ টার দিকে দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে দর্শনা টেনিং সেন্টার চত্বরে চুয়াডাঙ্গা জেলায় তিনটি ক্যাটাগেরিতে ১০ জন কৃষি উদ্যোক্তাকে নগদ টাকা ও সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহি পরিচালক মহসিন আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহি ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এম আরএ মো: ফসিউল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের কৃষির সাফল্যের অন্যতম কারিগর দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী, উদ্যোক্তা, উৎপাদনকারী, খামারিসহ কৃষির সঙ্গে সম্পৃক্তদেরকে প্রতি বছর সম্মাননা জানানোর উদ্যোগ এই সম্মাননা দেবার জন্য ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। এ সম্মাননা প্রবর্তন কৃষিখাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর ফলে কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা,ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টাও অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব এএফএম ফারুক হোসেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা, দর্শনা পৌর মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি পরিচালক প্রশাসন ও মানবসম্পদ শাখা মো: নুরে আলম মেহেদী, উপ পরিচালক অনসাইট মো: মিজানুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক পিএসটু ইভিসি সৈয়দ আশিক ইমতিয়াজ, ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক নাসিফা আলী, পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ- পরিচালক নাজমা সুলতানা লিপি ও সহকারী পরিচালক কিতাব আলী।

    আরও খবর

    Sponsered content