• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ টন পেঁয়াজ

      প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ২:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। সোমবার (১২ জুন) বিকেলে পেঁয়াজ বোঝাই একটি ভারতীয় ট্রাক বন্দরে এসে পৌঁছায়। মঙ্গলবার (১৩ জুন) সকালে পেঁয়াজগুলো বন্দর থেকে খালাস করবে আমদানিকারক প্রতিষ্ঠান। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আতিকুল ইসলাম জানান, বিডিএস কর্পোরেশন নামে ঢাকার একটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে। প্রথম চালানে একটি ট্রাকে করে ১০ টন পেঁয়াজ এসেছে। প্রতি টন পেঁয়াজের আমদানি মূল্য ২৫০ মার্কিন ডলার। ধাপে ধাপে এলসির বাকি পেঁয়াজ বন্দরে এসে পৌঁছাবে বলে জানান তিনি।

    এদিকে পেঁয়াজ আমদানির মাধ্যমে প্রায় তিন মাস পর আবার সচল হলো আখাউড়া স্থলবন্দরের পণ্য আমদানি বাণিজ্য। সর্বশেষ গত মার্চের প্রথম সপ্তাহে ভারত থেকে ৩৮ টন ভাঙা পাথর আমদানি হয়েছিল।

    আরও খবর

    Sponsered content