• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    পলাশবাড়ীতে ৫২ কেজি গাঁজাসহ ট্রাক জব্দঃকুখ্যাত মাদক কারবারি আবুল র‍্যাবের হাতে গ্রেফতার

      প্রতিনিধি ১৬ জুন ২০২৩ , ৫:৪৮:৩৩ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার ঢাকা -রংপুর আন্ঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করার সময় ৫২ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে- গাইবান্ধা র‌্যাব ১৩ এর একটি অভিযানিক দল। এসময় আবুল হোসেন (৫০) নামের এক কুখ্যাত মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়। শুক্রবার (১৬ জুন) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আবুল হোসেন(৫০) নামের ব্যক্তি সে রংপুরের কাউনিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোরের দিকে র‍্যাব -১৩ ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর বাঁশকাটা এলাকা দিয়ে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে ট্রাকযোগে রংপুর থেকে বগুড়া রওনা দিয়েছে। এরপর উল্লেখিত বাশকাটা নামক স্থানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় কুখ্যাত মাদক কারবারি আবুল হোসেন(৫০)কে ৫২ কেজি শুকনা গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়। মাহমুদ বশির আহমদে আরো জানান , প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে সে মাদক এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ওই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। এঘটনায় মামলায় দায়ের পূর্বক গ্রেফতারকৃত আবুল হোসেন(৫০)কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content