• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    দেবীগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয় 

      প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ৬:৩৫:৫১ প্রিন্ট সংস্করণ

    মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি

    নেশার ফাঁদে পরবে যারা,সব হারিয়ে মরবে তারা.এই পরিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় আজ, বুধবার (২১ জুন) সকাল ১১.০০ ঘটিকায় দেবীগঞ্জ- উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগ ও পঞ্চগড় জেলা কার্যালয়ের আয়োজনে এবং দেবীগঞ্জ-উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও ইমামদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট গোলাম রব্বানী সরদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেল চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ দিলারা রহমান উপ পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ,গোয়েন্দা কার্যালয় রংপুর বিভাগ, উক্ত আলোচনা আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দেবীগঞ্জ-উপজেলা ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক ও সঞ্চালনায়,, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোছাঃ দিলারা রহমান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফুল হক, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম, ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড় জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার আজগর আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মাদকের বিভিন্ন কুফল এবং প্রতিরোধের কৌশল নিয়ে আলোচনা করেন। এসময় মাদক প্রতিরোধে শিক্ষক এবং ইমামদের অগ্ৰনী ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়।

    আরও খবর

    Sponsered content