• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ১৩ বছর পালিয়ে থাকার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের হাতে ধরা

      প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ৩:৪৮:৪০ প্রিন্ট সংস্করণ

    মোঃবাবুল হক,চাঁপাইনবাবগঞ্জ

    ১৩ বছর পলাতক থাকার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ এক অভিযানে গ্রেপ্তার হয়েছে ফরিদ নামে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। আসামি ফরিদ আলী ওরফে ফরিদ (৫৮) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের শিষ মোহাম্মদের ছেলে।

    সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী পিপিএম জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে ২৪ জুন শনিবার রাতে রামকৃষ্টপুর থেকে ফরিদ কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

    তিনি আরও জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় (নং-৫২) আসামির ২ বছরের সাজা হয়। ২০১২ সালের মে হতে ১৩ বছর পলাতক ছিল সে।

    সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের নির্দেশনায় এসআই মো. তৈয়ব আলী, এসআই মো. নাজমুল হোসেন, এএসআই মো. সিরাজুল ইসলাম, এএসআই মো. নজরুল ইসলামসহ সদর মডেল থানার সঙ্গীয় ফোর্স গ্রেপ্তার অভিযান টি পরিচালনা করে। আসামি কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content