• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    ধর্মপাশায় দুই পক্ষের সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ৫

      প্রতিনিধি ৪ জুলাই ২০২৩ , ২:১১:২৪ প্রিন্ট সংস্করণ

    আবীর হাসান,নিজস্ব প্রতিবেদক, ধর্মপাশা

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের হুলাসখালী গ্রামে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে আবুল হোসেন (৩৫) নামের গুরুতর আহত এক ব্যক্তিকে ওইদিন রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। একটি মোরগের মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
    ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের হুলাসখালী গ্রামের আবুল হোসেনের (৩৫) বাড়িতে আসা মেহমানদের আপ্যায়নের জন্য গতকাল সোমবার দুপুরে পাশে গ্রাম থেকে একটি মোরগ কিনে আনেন। ওইদিন সন্ধ্যায় মোরগটি জবাই করে এটি রাতের বেলায় মেহমানদের খাওয়ানো হয়। একই গ্রামের বাসিন্দা প্রতিবেশি জামাল মিয়া (৩২) এর একটি মোরগ ৩-৪দিন আগে হারিয়ে যায়। জবাই করে মেহমানকে খাওয়ানো মেরাগটি জামাল মিয়া নিজেদের দাবি করে সোমবার রাত সাড়ে ১০টার দিকে আবুল হোসেন ও তাঁর লোকজনকে উদ্দেশ্য করে গালমন্দ শুরু করে। এর প্রতিবাদ করায় জামাল মিয়া ও আবুল হোসেনের মধ্যে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আবুল হোসেন (৩৫,)চিরুনি খাতুন (৬৫), ও জয়নাল মিয়া (১৮) আহত হন। ওইদিন রাতেই গুরুতর আহত আবুল হোসেনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত চিরুনি খাতুন ও জয়নাল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর দুজনের নাম জানা যায়নি। তবে তারা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
    ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content