• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    মধ্যনগরে চলছে মরা সমবায় সমিতি নামে সুদের রমরমা ব্যবসা

      প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ১২:৪১:৩৫ প্রিন্ট সংস্করণ

    সুরঞ্জন তালুকদার, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি:

    সুনামগঞ্জের মধ্যনগরে মরা সমবায় সমিতি নাম দিয়ে চলছে সুদের রমরমা ব্যবসা।মৃত প্রাণহীন মরা বা মৃত ভূতুড়ে নাম দিয়ে গড়ে তোলা হয়েছে’মরা সমবায় সমিতি।এমন তথ্য উঠে আসে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয় একাধিক গ্রামের গ্রাহকেরা এই সমিতির খপ্পরে পড়ে অতিরিক্ত সুদ দিয়ে দিশেহারা হয়ে পড়ছেন।এই সমিতির খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের অসংখ্য মানুষ।মরা নামের এই সমিতির পরিচালনা করছে একটি চক্র।

    নামমাত্র লভ্যাংশের সরকারি ঋণ পেতে হলে জামানতের প্রয়োজন হওয়ায় যাদের জামানত দেওয়ার মতো কিছু নেই তারাই এসব সমবায় সমিতির কাছ চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করছেন।গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে অনিবন্ধিত ও অতিরিক্ত সুদ আদায়কারী মরা সমবায় সমিতিটির ৪জুলাই

    ২০২৩ইংরেজীতে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে প্রায় দুই যুগ পুর্বে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়াতে বা কোনো মানুষ মারা গেলে দাফন কাফনে সহায়তা করার জন্য এমন উদ্যোগ নিয়েছিলেন কয়েকজন।সামাজিক অবকাঠামো উন্নয়ন করার নামে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামে ৫৯ জন সদস্য নিয়ে গঠন করে ‘মরা সমবায় নামক সমিতি’।

    প্রতিষ্ঠাকালীন সময়ে প্রতি সদস্যদের কাছ থেকে এককালীন ২০টাকা করে মোট ১১,৮০ টাকা দিয়ে যাত্র শুরু করে।প্রতি বছরে এ টাকা ৫০%-৬০% সুদে গ্রাহকদের ঋণ বিতরণ করে এই মরা সমবায় সমিতি।এবং বছরের ২০ই আষাঢ় সমিতির টাকা উত্তোলনের করে চক্রটি।প্রতিষ্টালহ্ন থেকে সুদের চক্রবৃদ্ধি হারে সেই টাকা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩০ লক্ষাধিক টাকা।তবে এসব অনুমোদনবিহীন সমিতি উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে রয়েছে বলে অনেকে অভিযোগ।

     

    আরও খবর

    Sponsered content