• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে জরিমানা করলেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর

      প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ১২:১৫:২৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহানশা সোহান, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

    বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তেতুলিয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সোহাগ চন্দ্র সাহা। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী। অভিযানে তিনটি দোকান হতে মোট ৭০.২৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ৭৫০০/-(সাত হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।
    অভিযান পরিচালনাকালে তেঁতুলিয়া মডেল থানার একদল পুলিশ সদস্য সক্রিয়ভাবে সহযোগিতা করেন। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে

    আরও খবর

    Sponsered content