• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    সকলের সহযোগিতায় যেকোনো উন্নয়ন সম্ভব, ইউএনও আবু তালেব

      প্রতিনিধি ২১ জুলাই ২০২৩ , ১২:৪৫:৪৫ প্রিন্ট সংস্করণ

    শাল্লা প্রতিনিধি-

    আপনারা সহযোগিতা করুন, আমরা উন্নয়নে বদ্ধ পরিকর। মনে রাখবেন সকলের সহযোগিতায় যেকোনো উন্নয়ন কাজ করা সম্ভব। অসম্ভব বলতে কিছু নেই। আমি শাল্লায় যোগদানের পরই দেখি, সরকারের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের একটি অংশ শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থাটি জরাজীর্ণ।
    খেরাধুলা ও সংস্কৃতি চর্চা ছাড়া কোনো মানুষই বিকশিত হতে পারে না। বিষয়টি অনুধাবণ করেই আমরা এই সংস্থাটিকে সম্পূর্ণরূপে সচল করতে নির্বাচনের মাধ্যামে একটি পরিপূর্ণ কমিটি গঠন করি এবং এবছরও অত্র শাল্লা উপজেলার
    বিভিন্ন গ্রামে, ক্লাবে, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করি।
    এতে অনেক শিশু-কিশোরেরা আনন্দিত হয়েছে। আমি নিজ চোখে দেখেছি, একটি ফুটবল পেয়ে ৫/৭ জনের একটি শিশু দল কি আনন্দ পেয়েছে। আমি আবারো বলবো আপনারা আমাকে সহযোগিতা করুন, আজ একটি সুন্দর অফিস করতে পেরেছি। ভবিষ্যতে আরো সুন্দর ভবণ করারও পরিকল্পনা রয়েছে। আপনাদের সহযোগিতায় এই অফিসের পরিবেশকে আরো সুন্দর করবো। সুনামগঞ্জের শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত
    কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে উপরের কতাগুলো বলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব।
    শুক্রবার ২১ জুলাই বিকেল ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় কমিটির অতিরিক্ত সম্পাদক হিমাদ্রী সরকার হিমেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাংক ষোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাজিব হালদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, শাল্লা থানার এসআই অভিজিৎ সিংহ এবং নির্বাচিত কমিটির সহ সভাপতি বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ
    দুলাল, প্রতাপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস বিশেষ অথিতি হিসেবে সংস্থার উন্নয়নে বিভিন্ন পন্থা অবলম্বনে বক্তব্য রাখেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায়ের স্বগত বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করা হয়। এছাড়াও উক্ত পরিচিতি সভায় সংস্থার নব নির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দসহ এলাকার বিশিষ্ট ক্রীড়ামোদী, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সুশিল প্রতিনিধি ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। পরিচিতি সভার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবু তালের ফিতা কেটে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

    আরও খবর

    Sponsered content