• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    রাজশাহী জেলার এমপি এনামুলকে শিবিরের সভাপতি বলায় মিনুর বিরুদ্ধে মামলা

      প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৯:২৪:১১ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক রাজশাহীর ব্যুরো:

    রাজশাহীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। একটি বেসকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে এনামুল হককে শিবিরের সাবেক সভাপতি বলায় এই মামলা করেছেন তিনি।রোববার সকালে সংসদ সদস্য এনামুল হক নিজেই বাদী হয়ে ঢাকার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ও ২৯ (১) ধারায় মামলার আবেদন করেন। এমপি এনামুল হকের পক্ষে সাইবার আদালতে মামলাটি দাখিল করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

    মামলার এজাহারে এনামুল হক অভিযোগ করেছেন, গত ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল।’ এ ধরনের বিতর্কিত বক্তব্য দেওয়ায় ব্যাপকমাত্রায় মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগ করেছেন বাগমারা আওয়ামী লীগ সভাপতি এমপি এনামুল হক।

    তিনি বলেন, মানহানি ও আপত্তিকর বক্তব্য দেওয়ায় মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে মামলা করেছি। আদালত মামলাটি গ্রহণ করেছেন। আমি আসামির নামে ওয়ারেন্ট ইস্যুর দাবি করেছি। আদালত যেহেতু মামলাটি গ্রহণ করেছেন, তাই ওয়ারেন্ট অথবা মামলাটির তদন্ত দেবেন।

    এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আদর্শহীন ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গেছে। এনামুল হক আজকে আওয়ামী লীগের এমপি, কিন্তু অতীতে কি ছিলেন? আমি যা দেখেছি, যা জানি তাই বলেছি। এজন্য আমার নামে মামলা হলে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করব।’

    উল্লেখ্য, ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত ওই টকশোতে মিজানুর রহমান মিনু সংসদ সদস্য এনামুল হক ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম এবং রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমানকে নিয়েও কঠোর সমালোচনা করে বক্তব্য দেন।

    এতে তিনি বলেন, শাহরিয়ার আলম বিএনপির মনোনয়ন পেতে তার কাছেও এসেছিলেন। আর মনসুর রহমান এমপি বিএনপির সময় জেলখানার ডাক্তার হিসেবে ব্যাপক অত্যাচার করেছেন উল্লেখ করে বলেছেন, ‘আমি ভেবেছিলাম তিনি বিএনপি করতেন’।

    আরও খবর

    Sponsered content