• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    মিছিলে সহযোগিতা চেয়ে পুলিশের কাছে জামায়াতের আবেদন

      প্রতিনিধি ২৮ জুলাই ২০২৩ , ১০:৫১:৫০ প্রিন্ট সংস্করণ

    মো:শাহানশাহ সোহান, পঞ্চগড় প্রতিনিধি :

    কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ জুলাই শান্তিপূর্ণ মিছিল করতে পুলিশের সহযোগিতা চেয়ে পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছে পঞ্চগড় জেলা জামায়াত।

    বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে এ আবেদন করেন তারা। জেলা জামায়াতের পক্ষ থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সুপার কার্যালয়ে লিখিত আবেদনটি পৌঁছে দেন।

    জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত আবেদনে বলা হয়, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা জামায়াত আগামী ৩০ জুলাই পঞ্চগড় শহরে শান্তিপূর্ণ মিছিল করবে। জেলা জামায়াতের শূরা সদস্য অ্যাড. আজিজুল ইসলামের নেতৃত্বে আইনজীবী প্রতিনিধি দলে ছিলেন- আকবর আলী, সাদিকুল আজিম, আব্দুল্লাহ আল মামুন, মুরাদ হাসান, ইলিয়াস আলী, রাহিদুল ইসলাম ও আবুল কালাম লাবু। এ বিষয়ে অ্যাড. আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাই। আমাদের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের আন্তরিক সহযোগিতা চেয়ে আবেদন করেছি। আশা করি আমাদের আবেদন মঞ্জুর হবে এবং পুলিশের সব ধরনের সহযোগিতা পাব।

    আরও খবর

    Sponsered content