• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে উৎসবের আমেজ

      প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ১২:১৮:০৪ প্রিন্ট সংস্করণ

    মানবেন্দ্র রায় মনোজ, পীরগাছা, রংপুর প্রতিনিধি

    আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকে ব্যানার–ফেস্টুন হাতে যাচ্ছেন জনসভার দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষে ভরে যায় নগরের বিভিন্ন সড়ক, নগর পরিণত হয়েছে উৎসবের নগরে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনকে ঘিরে ওই উৎসব বিরাজ করছে। তিনি রংপুর জেলা স্কুল মাঠে বিকেলে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেবেন। তাঁর আগমন উপলক্ষে সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতা-কর্মীরা নগরে আসতে শুরু করেছেন। স্লোগানে স্লোগানে মুখর রংপুর জেলা স্কুলের মাঠ। রঙিন টি-শার্ট পরে বাদ্যযন্ত্রের তালে তালে তাঁরা সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।রংপুর বিভাগের আট জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতা-কর্মীরা আসছেন। বাস, ট্রেন, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও অটোরিকশায় করে আসছেন তাঁরা। প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর নগর। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তাচৌকি বসানো হয়েছে। এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। প্রায় সাড়ে চার বছর পর রংপুরে মহাসমাবেশে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

    জেলা প্রশাসন ও দলীয় সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে জনসমর্থন চাইতে এই মহাসমাবেশের আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সমাবেশ সফল করতে গত রাতেই রংপুরে এসেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী পৌঁছানোর আগে রংপুরের স্থানীয় নেতারা সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে কিছু দাবিদাওয়া উপস্থাপন করেছেন। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে রংপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, কুড়িগ্রামের রৌমারী-চিলমারী ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, রংপুর-বগুড়া- সিরাজগঞ্জ রেলপথ স্থাপন করা।
    এ সময় নেতা-কর্মীরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা বলেন।বদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সাহা বলেন, বদরগঞ্জ পৌরসভায় বিকল্প সড়ক না থাকায় রংপুর থেকে বদরগঞ্জ হয়ে দিনাজপুরের পার্বতীপুর যাওয়া-আসা করতে হয়। এ জন্য বদরগঞ্জ পৌরসভার অংশে যানজট হয়। ফলে মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই বদরগঞ্জবাসীর দাবি একটা বিকল্প সড়ক নির্মাণ করা হোক। বিভাগীয় শহর রংপুরের উন্নয়নে নেতারা রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার কথা বলেন। নগরীর যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ, নগরীর পাশ দিয়ে বাইপাস সড়ক নির্মাণ, রংপুর থেকে দিবাকালীন তিনটি আন্তনগর ট্রেন চালু, শ্যামা সুন্দরী খাল খননে প্রকল্প গ্রহণ ও নগরীর জলাবদ্ধতা নিরসনে স্থায়ী প্রকল্প নেওয়ার দাবি জানান তাঁরা।

    নেতা-কর্মীরা আরও বলেন, রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ীকে উপজেলা হিসেবে ঘোষণা করতে হবে। রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের বদরগঞ্জ পৌরসভা এলাকায় বিকল্প  সড়ক নির্মাণ, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর ও লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দর চালু করতে হবে। পীরগঞ্জের ভেন্ডাবাড়ী এলাকার আজির উদ্দিন বলেন, ‘আমরা হাজার মানুষ এসেছি প্রধানমন্ত্রীর কাছে। দাবি হচ্ছে, ভেন্ডাবাড়ীকে উপজেলা ঘোষণা করতে হবে।

    সমাবেশস্থলে নেতা-কর্মীরা বলেন, মোগলহাট শুল্ক ও স্থলবন্দর স্থাপন করার ঘোষণা দেওয়া হয়েছিল অনেক আগে। এর বাস্তবায়ন করতে হবে। বন্ধ থাকা মোগলহাট রেলস্টেশন চালু ও গীতালদহের সঙ্গে রেল যোগাযোগ পুনরায় চালু করতে হবে। এ ছাড়া লালমনিরহাট রেল বিভাগীয় সব রেল রুট ডুয়েলগেজে রূপান্তরিত করতে হবে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ তিস্তা রেলসেতুর বিপরীতে ডুয়েলগেজ সুবিধাসহ নতুন তিস্তা রেলসেতু নির্মাণ ও করিডর এক্সপ্রেস ট্রেন চালু করার দাবি জানান তিনি। আজকের সমাবেশকে রংপুরের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশে পরিণত করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এর পক্ষে শক্তি ও জনসমর্থন প্রদর্শনে আন্তরিকভাবে কাজ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ।

    আরও খবর

    Sponsered content