• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    বাগেরহাট জেলার মহাসড়কের কাজের বেহাল অবস্থা ও অনিয়ম

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ১১:৫১:২৮ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি :

    বাগেরহাট নোয়াপাড়া মোড় হতে ফলতিতা বটতলা পর্যন্ত সড়কে নির্মাণের কাজ চলছে।গত দুই’মাস আগে নতুন কার্পেটিং করলেও এক মাসের মাথায় বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে সে সকল কারফিটিং। নোয়াপাড়া মোড় থেকে ফকিরহাট পর্যন্ত জাগায় জাগায় হয়ে গেছে গর্ত। পুনরায় সেই গর্ত রিপেয়ারিং এর কাজের জন্য যে সকল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে তা ফেলে রেখে হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছেন লেবাররা । এ সকল মালামালের কাছে লোকজন না থাকার কারণে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা। সড়কের ১০০ গজ অথবা ২০০ গজ রাস্তার একপা ব্লক করে দিয়ে সড়কের রিপেয়ারিং কাজ চালানো হচ্ছে। বিভিন্ন সেফটির কথা থাকলেও বাস্তব চিত্রের মিলছে না কোন সেফটি ব্যবস্থা। এটা কি সড়কের অনিয়ম না দুর্নীতি সেটাই বুঝে উঠছেন না সাধারণ লোকজন। আমাদেরকে বলেন ৪-৫ দিন আগে যে দুর্ঘটনাটি ঘটেছে তা কেবলমাত্র এদের অবহেলার কারণে। যারা কাজ করছেন তাদের ভিতরে কোন সচেতনতা নেই বলে জানিয়েছেন অনেকেই। একজন পথচারী বাইকারের সাথে কথা বলে আরো জানা যায় দুইমাস আগের সড়কের কাজ করে এখন যদি আবার রিপেয়ারিং করতে হয় তাহলে আমাদের অবস্থা কি হবে। রাস্তায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে পড়ে আছে যা বোঝারও কায়দা নেই। তিনি আরো বলেন এই গর্তের কারণেই অনেক সময় আমরা এক্সিডেন্টের সম্মুখীন হচ্ছি । তিনি আমাদেরকে আরো বলেন এ যেন নতুন শার্ট কিনে তালি দিয়ে পড়ার মতন অবস্থা । একদিকে উনারা রিপেয়ারিং এর কাজ করছেন অন্য দিক থেকে আবারও গর্ত হচ্ছে। এই রিপেয়ারিং এর কোন মানেই খুঁজে পাচ্ছেন না সাধারণ জনগণ। অনেকে আবার বলছেন আগের পুরান রাস্তা আমাদের জন্য অনেক ভালো ছিল। নতুন করে কারফিটিং করে রাস্তা উঁচু করতে যেয়েই রাস্তার এই ক্ষতি হয়েছে বলেও অনেকের ধারণা। এ ব্যাপারে একজন পথচারী বলেন সড়কের কাজের মান খারাপ হওয়ার কারণেই এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তিনি আমাদেরকে আরো বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে যদি আমি দেখা করতে পারতাম তাহলে এই সমস্ত ঠিকাদার কোম্পানির লাইসেন্স বাতিল করে দিতে বলতাম।পথচারী ও এলাকার লোকজন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করছেন।যখনই সারা বাংলাদেশে উন্নয়নের ঝড় বইছে ঠিক তখনই এক ধরনের কুচক্র মহল এ ধরনের ঘটনা ঘটাতে পরে বলেও অনেকের ধারণা।

    আরও খবর

    Sponsered content