• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    পোকখালীতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে আগামীর ছাত্রনেতা ইরফানুল করিম

      প্রতিনিধি ৭ আগস্ট ২০২৩ , ১:০১:৩৪ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর,ঈদগাঁও

    কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার পোকখালীতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে শুকনা খাবার দিয়ে দাঁড়ালেন আগামীর ছাত্রনেতা ইরফানুল করিম।

    ৬ই আগস্ট রাতে পোকখালীতে পানিবন্দি নানা পয়েন্টে অসহায় ও হতদরিদ্র নরনারীদের মাঝে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেনের নিদের্শে শুকনা খাবার বিতরন করে চমক সৃষ্টি করলেন জেলা ছাত্রলীগ সাবেক সহ সম্পাদক, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধা রন সম্পাদক এবং বর্তমানে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রার্থী ও পরিশ্রমী ছাত্রনেতা ইরফানুল করিম।

    তিনি ইউনিয়নে পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার সরুপ ৪ প্যাকেট স্যালাইন, ২লিটার পানি, বিস্কুট ১প্যাকেট ও ১কেজি চিড়া, মুড়ি বিতরন করেন। বিতরনকালে সাথে ছিলেন, পোকখালী ছাত্রলীগের সভাপতি সোরাইমসহ তুনমূলের ছাতনেতারা।

    দূর্যোগে সবার আগে বাংলাদেশ ছাত্রলীগ এমন শ্লোগানকে সামনে রেখে পোকখালী ইউনিয়নের বন্যা কবলিত মানুষের জন্য দাঁড়িয়েছেন ইরফান তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানালেন পানি বন্দি অসহায় মানুষ। কঠিন দু:সময়ে বন্যার্থদের পাশে হাত বাড়াতে পেরে নিজেকে উৎফুল্ল মনে করছেন তিনি।

    উল্লেখ্য যে, দীর্ঘসময় ধরে বাংলাদেশ ছাত্রলীগ, ঈদগাঁও উপজেলা শাখার পক্ষে বিভিন্ন দলীয় ও সামাজিক কর্মসুচীতে নিজকে সক্রিয় রাখেন। সে থেকে রাজনৈতিক মাঠ ছেড়ে সরে দাঁড়াননি।তিনি মূলদল আ,লীগসহ অঙ্গওসহযোগী সংগঠ নের নেতাকর্মীদের সাথে সু সম্পর্ক বজায় রেখে চলছেন।

    আরও খবর

    Sponsered content