• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    হাতিয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

      মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া উপজেলা প্রতিনিধি: ৫ মার্চ ২০২৩ , ২:০৮:৩৫ প্রিন্ট সংস্করণ

    নোয়াখালী জেলা হাতিয়া উপজেলা প্রতিবন্ধী হত দরিদ্র দুস্ত পরিবারের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ছাগল ও চেয়ার বিতরণ করা হয়েছে। ১৩ জন হত দরিদ্র পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়। এবং ১ টি চেয়ার দেওয়া হয়, গ্রামের হত দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এ কার্যক্রম অব্যাহত রেখেছে হোমল্যান্ড় এসোসিয়েশন ফর সোশ্যাল ইমুপ্রভমেন্ট ( হাসি) আয়োজনে ওই ১৩ পরিবারকে ছাগল পালনের বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। ছাগল বিতরণের পূর্বে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে অফিস উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম কে দিয়ে ছাগলের সূস্থ্যতা যাচাই বাছাই করা হয়। ১৩ পরিবারের সদস্যদের মাঝে ছাগল তুলে দেয়া হয়।
    রবিবার (৫ মার্চ ) সকালে উপজেলা হোমল্যান্ড় এসোসিয়েশন ফর সোশ্যাল ইমুপ্রভমেন্ট ( হাসি) চেয়ারম্যান রফিকউদ্দিন চিদ্দিকের সভাপতিত্বে হোমল্যান্ড় এসোসিয়েশন ফর সোশ্যাল ইমুপ্রভমেন্ট ( হাসি) কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী , হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মোঃ ইমরান হোসেন, সাবেক সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম প্রমুখ,অনুষ্ঠান সঞ্চানালয় করেন হাসির নির্বাহী পরিচালক এডভোকেট আকরাম হোসেন রুমি

    আরও খবর

    Sponsered content