• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    কুতুবদিয়ায় ভূমিহীন-গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রশাসনের প্রেস বিফিং

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২৩ , ৮:৩৫:২২ প্রিন্ট সংস্করণ

    আজিজুল হক (কুতু্বদিয়া):

    কক্সবাজারের কুতুবদিয়ায় আশ্রয়ণ প্রকল্প-২ এর ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে মুজিববর্ষের আরও ৪১টি ঘর হস্তান্তর উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।

    আগামী ৯ আগস্ট (বুধবার) গৃহ গুলো ভূমি ও গৃহহীনদের মাঝে দুই শতক জমিসহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

    গতকাল সোমবার (৭আগস্ট) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট ২(দুই) শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কুতুবদিয়া উপজেলায় সর্বমোট ১৮৪ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়।

    ইতোমধ্যে উপজেলায় প্রথম পর্যায়ে ২০টি, দ্বিতীয় পর্যায়ে ১৭টি, তৃতীয় পর্যায়ে ৫৯টি এবং চতুর্থ পর্যায়ে ৮৮টিসহ মোট ১৮৪টি গৃহ নির্মাণ সম্পন্ন করে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

    উপকারভোগীদের মাঝে এসব ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। ঘরগুলোতে মানসম্মত টয়লেট, জানালা, দুই কক্ষ বিশিষ্ট থাকার ঘর, রান্নার ঘর, পানির ব্যবস্থা এবং সুন্দর বারান্দা রয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এসব গৃহ পেয়েছেন প্রতিবন্ধী, ভিক্ষুক ও আশ্রয়হীনরা ।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল ইসলামসহ কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

    আরও খবর

    Sponsered content