• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়া ডিসি অফিসের রেকর্ড রুমে আগুন

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২৩ , ১২:৩৬:৪৪ প্রিন্ট সংস্করণ

     

    সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

    বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন মামলার রায়ের নথি পুড়ে গেছে। আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। আগুন লাগার ঘটনাটি তদন্তের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মো, সাইফুল ইসলাম জানান তার কার্যালয়ের রেকর্ড রুমের ফলস ছাদ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে এডিএম কোটসহ অন্যান্য কোর্টের বিভিন্ন মামলার রায়ের নথি সংরক্ষিত ছিল। আজ বেলা পৌনে ৩টার দিকে ওই রুমে আগুন লাগে। এতে বেশ কিছু মামলার রায়ের নথি পুড়ে যায়। এ সময় তার কার্যালয়ের কর্মচারীরা কার্যালয়ে স্থাপিত অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। সেইসাথে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিস বগুড়ায় খবর দেওয়া হয়। বিকেল ৩টার দিকে ফায়ার কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। জেলা প্রশাসক আরো জানান, ঘটনাটি তদন্তের জন্য পৃথক দুটি কমিটির গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বগুড়ার সহকারি পরিচালক মো. মঞ্জিল জানান বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ওই রেকর্ড রুমে আগুন লাগে। খবর পেয়ে তারা এসে ৩০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।

    আরও খবর

    Sponsered content