• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রাজস্থলীতে প্রধানমন্ত্রীর উপাহারের গড় পেল আরো এক পরিবার

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ২:৫৯:০৬ প্রিন্ট সংস্করণ

    মিন্টু কান্তি নাথ রাজস্থলী

    চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির রাজস্থলী উপজেলায় আরোও ১টি ভূমিহীন ও গৃহহীন  পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর।বুধবার( ৯ আগস্ট)সকালে রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন। রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খানের সঞ্চালনায় এসময় গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,বীর মুক্তিযোদ্ধা মনোরন্জন দাশ,হোসেন চৌধুরী,রাজস্থলী উপজেলা খাদ্য বিভাগের ওসি এল এসডি সহ জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারী নানা শ্রেণী পেশার লোকজন  উপস্থিত ছিলেন ।

    এর আগে গণভবন হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ২২ হাজার ১শত ১ জন গৃহ-ভূমিহীনদের মাঝে আশ্রয়নের ঘর হস্তান্তর করেন। এসময় রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে আমন্ত্রিত অতিথি ও  সর্বস্থরের জনগণ ভিডিও কনফারেন্স মাধ্যমে  এই অনুষ্ঠান উপভোগ করেন।

    রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া এই পর্যন্ত রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে আজকের১টি সহ সর্বমোট দুই শত ৫৪ টি পরিবার পেলো নতুন ঘর।

    ইতিপূর্বে উপকারভোগীরা অনেকে ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা অনুযায়ী সারা দেশে গৃহহীন অসহায় পরিবারের মাঝে মাথা গোঁজার জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসব গৃহ প্রদান করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content