• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়া দুপচাঁচিয়ায় অভিনব কায়দায় ইজিবাইক গাড়ী নিয়ে উধাও হওয়ার সময় জনতার হাতে আটক ৩

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ১২:৩৭:৩৮ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, (বগুড়া)প্রতিনিধিঃ

    বগুড়ার দুপচাঁচিয়ায় অভিনব কায়দায় ব্যাটারী চালিত ইজিবাইক চালক কে কষ্ট টেপ দিয়ে বেঁধে ইজিবাইক নিয়ে উধাও হওয়ার সময় জনতার হাতে আটক ৩ ।২৫ আগষ্ট বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যায় ৭ ঘটিকার সময় কাহালু থানার বিবিরপুকুর বাসষ্ট্যান্ড হতে ২ জন ছেলে মেয়ে সহ ১জন শিশু বাচ্চা দুপচাঁচিয়া যাওয়ার জন্য ভাড়া চুক্তি করে নিয়ে দুপচাঁচিয়ার উদ্দেশ্যে রওনা দিলে রাস্তার পথিমধ্যে আরো কয়েকজন ভাড়া চুক্তি করে ইজিবাইকে উঠে।এরপর দুপচাঁচিয়া সিও অফিস ষ্ট্যান্ডে পৌঁছিলে সেই যাত্রীরা পুনরায় পাত্রী দেখার নাম করে বেড়াগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ভাড়া ঠিক করে রওনা দিলে রাত্রি আনুমানিক সোয়া আটটার দিকে শাজাপুর নামক জায়গায় ইজিবাইক চালক কাহালু থানার শিলকোমর উত্তরপাড়ার মৃত-নওয়াব আলীর ছেলে আজিজ সাখিদার(৪০)কে আটক আসামীরা পিছন দিক থেকে মারধর করে এক পর্যায়ে হাত পা বেঁেধ নাক ও মুখ কষ্ট টেপ দিয়ে মুড়ে আজিজকে রাস্তার সাইদে ফেলে কিছু দূর যাওয়ার সময় ভিকটিম আজিজ কোন রকমে হাতের বাঁধন খুলে চিৎকার দিলে মেইন রাস্তায় চলাফেরা কিছু লোকজন চিৎকার শুনে আজিজকে উদ্ধার করলে তার কাছে থেকে বিস্তারিত ঘটনা শুনে লোকজন সামনে ছাতনী বাজরে দিকে এগিয়ে গিয়ে দু’জনকে আটক করে।আর বাকি যাত্রীরা ইজিবাইক নিয়ে বেড়াগ্রাম যাওয়ার পথে আরো কিছু লোকজন শিশু ও আরেক আসামীকে ইজিবাইক সহ আটক করে। আটক আসামীরা হলো সোনাতলা থানার পশ্চিম পদ্মপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সোনামিয়া(৩২),বর্তমান বগুড়ার গোদারপাড়ার এলাকার মৃত-মোকলেছুর রহমানের ছেলে সোহেল রানা(৩৫),এরুলিয়ার বাগানবাড়ীর এলাকার সাব্বির ওরফে জীবনের স্ত্রী জুলি আক্তার(২০),এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করার জন্য তাৎক্ষণিক দুপচাঁচিয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্হলে ইজিবাইক ও ধৃত আসামী দেরকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করে সকল আসামী দেরকে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    আরও খবর

    Sponsered content