• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ভস্মীভূত

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৩ , ৫:০৭:১৩ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ১০টি দোকানের প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানিরা জানিয়েছেন ।

    শনিবার (০২ সেপ্টম্বর) সকালের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

    শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত্রি আনুমানিক ২টার দিকে গোবিন্দগঞ্জ পৌর বাজারের চাল ও কাপড় পট্টিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
    মুহুর্তের মধ্যে আগুন পৌর বাজারের চাল, লোহাপট্টি, কামারপট্টি ও আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

    এসময় স্থানীয়রা দ্রত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    এ বিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সাভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, পৌর বাজারে সৃষ্ট আকষ্মিক অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

    আরও খবর

    Sponsered content