• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    খুলনার পাইকগাছায় বনার্ঢ্য আয়োজনে জন্মাষ্টমী উৎসব পালিত

      প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ২:৩৩:২১ প্রিন্ট সংস্করণ

    মোঃ শফিয়ার রহমান, খুলনা প্রতিনিধি

    খুলনার পাইকগাছায় ঢাকের শব্দের তালে মাঙ্গলিক শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রসাদ বিতরণ গীতাপাঠ, প্রতিযোগিতাসহ পুরস্কার বিতরনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
    ৬ই সেপ্টেম্বর (বুধবার) সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালীবাড়ি)’ তে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ ‘র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যেগে উৎসবের উদ্বোধন করেন জেলা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র।
    উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসসহ পৌর কমিটির সম্পাদক জগদীশ রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ওসি মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইন্সপেক্টর (তদন্ত) তুষার কান্তি দাশ, জেলা পূজা পরিষদ নেতা এ্যাডঃ,চিত্তরঞ্জন সরকার, আলোক মজুমদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার বিদুৎ রঞ্জন সাহা, পৌরসভা প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু।
    বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, জেলা আওয়ামীলীগ সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ব্যবসায়ী উত্তম কুমার সাধু, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও বি সরকার, মন্দির কমিটির সভাপতি দেব্রত রায় দেবু, সাধারণ সম্পাদক অখিল মন্ডল, দীপক মন্ডল, সুরঞ্জন চক্রবর্তী , শংকর দেবনাথ, সুকৃতি মোহন সরকার, প্রজিৎ রায়, কল্লোল মল্লিক,মৃত্যুঞ্জয় সরদার,ভারঃ ইউপি চেয়ারম্যান পুলকেশ রায়, বিজন রায়, দীপঙ্কর সরকার, মানবেন্দ্র নাথ মন্ডল, জগন্নাথ দেবনাথ, পিযুষ সাধু, তাপস বসু, বিদ্যুৎ বিশ্বাস, মধুসুদন, উজ্জ্বল মন্ডল, প্রকাশ দাষ, সুব্রত মন্ডল, সুনিল মন্ডল, বিপুল রায়, প্রানকৃষ্ণ দাশ, অপুর্ব রায়, অসিম রায়, দ্বীজেন মন্ডল, গৌরপদ বাছাড়, ত্রিনাথ বাছাড়সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দুপুরে উপজেলা সদরে বনার্ঢ্য মাঙ্গলিক শোভাযাত্রা প্রদক্ষিণ করেন। এছাড়া উপজেলার রাড়ুলী, হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি,গদাইপুর, লস্কর,চাঁদখালী ও গড়ইখালীতে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে।

    আরও খবর

    Sponsered content