• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    ধর্মপাশার কালিজানা বিল গ্রপ জলমহালটির খাস কালেকশনে দর আবেদন দাখিলের আগেরদিন সন্ধ্যায় কার্যক্রম স্থগিত, ক্ষোভ

      প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৩২:৩২ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক

    ইজারামুল্যসহ যাবতীয় পাওনাদি পরিশোধ না করায় সুনামগঞ্জের ধর্মপাশা ‍উপজেলার কালিজানা বিল গ্রুপ জলমহালটির ইজারা বাতিল ও জামানত বাজেয়াপ্ত করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার সকাল নয়টা থেকে ওইদিন বেলা একটা পর্যন্ত ওই জলমহালটির খাস কালেকশনে দর আবেদন দাখিল করার শেষ সময়সীমা ছিল। কিন্তু গত রবিবার সন্ধ্যায় এই জলমহালটির খাস কালেকশন কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রশাসন। আকস্মিকভাবে খাস কালেকশন কার্যক্রম স্থগিত করায় এ নিয়ে জলমহাল সংক্রান্ত কাজে জড়িত মানুষজনদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

    উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালিজানা বিল গ্রুপ জলমহালটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন। এটির আয়তন ২৮১দশমিক ৫৯ একর। এই জলমহালটি ১৪২৯থেকে ১৪৩৪বঙ্গাব্দ পর্যন্ত ছয় বছরের জন্য বাৎসরিক ৭৪ লাখ ৯৫হাজার ৪৮৮টাকা ইজারামুল্যসহ অন্যান্য পাওনাদি পরিশোধ সাপেক্ষে উপজেলার ভাটাপাড়া উদয়ন মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো.বেনু মিয়াকে ইজারা দেওয়া হয়। জেলা প্রশাসন থেকে বার বার তাগিদপত্র দেওয়ার পরও ১৪৩০বঙ্গাব্দের ইজারামুল্যসহ যাবতীয় পা্ওনাদি ইজারাদার পরিশোধ না করায় গত ১২সেপ্টেম্বর এই জলমহালটির ইজারা বাতিল ও জামানত বাজেয়াপ্ত করে জেলা প্রশাসন। পরে ধর্মপাশার সহকারি কমিশনার (ভূমি) ওইদিনই এই জলমহালটি খাস আদায়ের দর আহ্ববান করে বিজ্ঞপ্তি দেন। সরকারি বিধি মেনে এতে আবেদন করার সময়সীমা ছিল গতকাল সোমবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত। কিন্তু আবেদন দাখিল করার একদিন আগে গত রবিবার সন্ধ্যায় ধর্মপাশার সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান স্বাক্ষরিত তাঁর ফেসবুক আইডি থেকে খাস আদায় প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন।

    মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রামের বাসিন্দা কামাল মিয়া বলেন,আকস্মিকভাবে কালিজানা বিল গ্রুপ বিল জলমহালটির খাস আদায়ের জন্য আবেদনপত্র দাখিল কার্যক্রম স্থগিত করায় আমিসহ অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

    উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কালিজানা বিল গ্রুপ জলমহালটির খাস আদায়ে দর দাখিল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

    সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ বলেন,অনিবার্য কারণ বশত আমরা এই জলমহালটি খাস আদায়ের দর আহ্বান কার্যক্রম স্থগিত করেছি। দ্রততম সময়ের মধ্যে এ ব্যপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জলমহালটি থেকে কেউ মাছ শিকার করতে পারবে না। এই জলমহালটি এখন থেকে উপজেলা প্রশাসনের রক্ষণাবেক্ষণে থাকবে। এ বিষয়ে ধর্মপাশার সহকরি কমিশনার (ভূমি) কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content