• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ফুলপুরে নতুন করে জাতীয় পত্র করতে এসে রোহিঙ্গা সনাক্ত হওয়ায় গ্রেফতার -৫

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ১১:১৫:০৪ প্রিন্ট সংস্করণ

    ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহের ফুলপুরে গোপন সংবাদের ভিত্তিতে অজ্ঞাত নামা কিছু রোহিঙ্গা নিজেদের নাম ঠিকানা গোপন করে এনআইডি কার্ড করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন অফিসের আশেপাশে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফুলপুর থানার এসআই মোফাখখির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ অদ‍্য ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা১৫মিনিটের সময় ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে উপস্থিত হয়ে রোহিঙ্গাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত রোহিঙ্গারা হল ১। মোঃ আব্দুর রহমান (২০),পিতা-মোঃ কলিমুল্লাহ, মাতা-আমেনা
    টেকখালী ক‍্যাম্প, উখিয়া, কক্সবাজার,২। মোঃ এনামুল্লাহ (২৩),পিতা-আমানুল্লাহ, মাতা-শাহজান, কতুবপালং ক‍্যাম্প -১২, কক্সবাজার,৩। মোঃ মজিবর (২১), পিতা- হাজী সৈয়দ আলী, মাতা-মোছাঃ খোদেজা বেগম, টেকখালী ক‍্যাম্প-১২,উখিয়া, কক্সবাজার, ৪। মোঃ হাবিবুর রহমান (১৯), পিতা- মোঃ আব্দুল কালাম, মাতা-মোছা ইয়ামীন, সাবগন, টেকনাফ, কক্সবাজার,
    ৫। মোঃ নুর কামাল(১৯), পিতা- মোঃ নুর মোহাম্মদ, মাতা- হাজেরা বেগম, জাড়িমুড়া ক‍্যাম্প -২৭, রোহিঙ্গাদের সাথে ছিল টেকনাফ, কক্সবাজারগন সহ বাংলাদেশী নাগরিক ১। মোঃ সিয়াম (২০), পিতা- মোঃ হাছেন আলী, মাতা- ফজিলা, সাং বানিয়াছিট, থানা- সখিপুর, ২। মোঃ সিরাজুল (১৯), পিতা- মৃত লতিফ, মাতা- মোছাঃ সেফালী, সাং চর গোপিনপুর, থানা- ঘাটাইল, ৩। মোঃ ফরিদ(১৯),পিতা- আবুল হোসেন, মাতা- শরবানু, সাং শরবানু, সাং গাংগাইর দক্ষিণ পাড়, থানা- ঘাটাইল, সর্ব জেলা- টাঙ্গাইল গন দের দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে। তারা কার মাধ্যমে এখানে এসেছে কিংবা ক তাদেরকে কে নিয়ে এসেছে, এ সংক্রান্তে কোন তথ্য পাওয়া যায়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব‍্যহত আছে।
    এব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন মহোদয় জানান উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content