• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়ায় নকল সোনার মূর্তি বিক্রি চক্রের ৪ প্রতারক গ্রেফতার

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ১০:৫৪:১৩ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, স্টাফ রিপোর্টর:

    বগুড়ার দুপচাঁচিয়ায় নকল সোনার মূর্তির প্রতারক চক্রের ৪ সদস্যের গ্রেপ্তার করেছেন দুপচাঁচিয়া থানা পুলিশ। দুপচাঁচিয়া থানা সূত্রে যায়, গত ৩রা অক্টোবর মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানার চলমান মাদক,জুয়া,চুরি,ছিনতাই রোধকল্পে একটি আভিযানিক দল দুপচাঁচিয়া থানাধীন জিয়ানগর বাজারে টহলরত অবস্হায় গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারে জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ এলাকায় সোনার মূর্তি বেচাকেনা চলছে,সেই গোপন সংবাদের ভিত্তিত্বে, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কালাম আজাদ এর নির্দেশে স্যারকে অবহিত করিলে থানার এসআই এরশাদ আলী সঙ্গীয় ফোর্স সহ সেখানে অভিযান পরিচালনা করলে, লক্ষীমন্ডপ এলাকার মৃত-আনছার আলীর ছেলে লুৎফর রহমান
    @কিনা(৫৭).টেমা এলাকার তহিরুল ইসলামের স্ত্রী মোসলেমা বিবি মেরিনা(৩৯),পাবনা জেলার আটঘরিয়া থানার খিদিরপুর বংশীপাড়া গ্রামেরমোকছেদ আলীর ছেলেআব্দুল মোমিন(৫১),সুজানগর থানার চলনা গ্রামের হবিবর রহমানের ছেলে দুলাল প্রাং(৫০) কে নকল সোনার মূর্তি বিক্রি করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বিশেষ করে জিয়ানগর ইউনিয়ন নকল সোনার মূর্তি ও কষ্ঠি পাথরের মূর্তি বিক্রির সুনামধন্য এলাকা বলে দুপচাঁচিয়া থানার এলাকাবাসীর ধারণা।লক্ষীমন্ডপ এলাকা থেকে ৪ প্রতারকের কাছ থেকে ১১৭০ গ্রাম ওজনের নকল সোনার মূর্তি ও কিছু টাকা জব্দ করে আসামীদের বিরুদ্ধে পেনাল কোড আইনে ৪২০/৫১১/৩৪ ধারায় মামলা রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলেছে।

    আরও খবর

    Sponsered content