• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ময়মনসিংহ

    ময়মনসিংহ সদর উপজেলার সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৩ , ১২:২১:১১ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটন, ময়মনসিংহ

    ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর ( রবিবার) বিকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেত্রী ও সদর আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এর পক্ষে সেলিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল হক ফারুক রেজা ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ সহ প্রমুখ। সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজার প্রতিমা তৈরি থেকে পূজা উদযাপন এমনকি বিসর্জন পযন্ত উপজেলা প্রশাসন আইন শৃংখলা রক্ষায় তৎপর থাকবে। সদর উপজেলা এলাকার সকল পূজা মণ্ডপে পুলিশ টহল সহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। সকলেই শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন জন্য আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আসন্ন দূর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলায় সকল পূর্জা মন্ডপে আইন শৃংখলা রক্ষা করা হবে। প্রতিমা তৈরীর কারখানা থেকে শুরু করে প্রতিটি মন্ডপে বাড়তি নিরাপত্তার ও টহল জোরদার করা হবে। মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটি এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কোথাও কোন ধরণের সমস্যা থাকলে বা দেখা দিলে ব্যবস্থা নেয়া হবে। জাতীয় পার্টির সদর উপজেলার সভাপতি ইদ্রিস আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড রাখাল চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. বিকাশ রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এড তপন দে, মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড প্রশান্ত কুমার, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, শংকর সাহা সহ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা, মহানগর, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content