• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ময়মনসিংহ

    আ”লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য হলেন কলমাকান্দার মাহি

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ৪:২৬:৫৭ প্রিন্ট সংস্করণ

    আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ

    বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৃতি সন্তান জামাল উদ্দিন মাহি।সোমবার (১৬ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই উপ-কমিটির অনুমোদন দিয়েছেন।কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন কৃষিবিদ ড. মির্জা আব্দুল জলিল এবং সদস্য সচিব হয়েছেন ফরিদুন্নাহার লাইলী। জামাল উদ্দিন মাহি ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের শিবনগর গ্রামে।তিনি ওই গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে জামাল উদ্দিন মাহিকে অতীতের কার্যক্রম বিবেচনা করে তাকে এই উপ-কমিটির সদস্য মনোনীত করেন।
    বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ- কমিটির সদস্য মনোনীত হওয়ায় জামাল উদ্দিন মাহি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    আরও খবর

    Sponsered content