• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    তাহিরপুরে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ ইয়াবা কারবারি আটক

      প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৩ , ৯:২৯:৪১ প্রিন্ট সংস্করণ

    তাহিরপুর প্রতিনিধি:

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয় কালে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ ইয়াবা কারবারিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

    গতকাল (২৪ অক্টোবর) মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মো: আবু তাহেরের বাড়ীর দক্ষিনে গাছগাছালির চারা বাগানের ভিতর থেকে তাদের আটক করে পুলিশ।
    পুলিশের হাতে আটক ৩ ইয়াবা ব্যবসায়ী হলেন, লাউড়েরগড় দক্ষিণ গ্রামের মরমুজ আলী ছেলে মোঃ সুরুজ বাদশা অরোপে সবু মিয়া (২৮), একই গ্রামের ইন্নছ আলীর ছেলে উছমান গনি (২৬), এবং পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে মো: দ্বীন ইসলাম (২৫)।
    পরে ওইদিন রাতেই বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে আটককৃত ৩ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক পরদিন (২৫ অক্টোবর) বুধবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়।

    এর সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময়ই কঠোর অবস্থানে আছে। আর মাদকদ্রব্য নির্মূলে আমাদের (পুলিশের) এরকম অভিযান অব্যাহত আছে থাকে।

    পুলিশ সূত্রে জানাযায়, লাউড়েরগড় গ্রামের মো: আবু তাহেরের বাড়ীর দক্ষিনে গাছগাছালির চারা বাগানের ভিতর কতিপয় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে এএসআই নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সুরুজ বাদশা ( সুরু মিয়া) উছমান গনি ও মো: দ্বীন ইসলামকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী প্যান্টের বাম পকেটে ও লঙ্গীতে বাজ থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার সরকারি মূল্য ৩১ হাজার টাকা।

    আরও খবর

    Sponsered content