• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা মাদক কারবারিদের কঠোর হস্তে দমনের হুশিয়ারি

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৩ , ১:৩৪:৪৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য- মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করে কঠোর হস্তে দমন করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকান্ড গতিশীল করা, নওয়াপাড়া নদীবন্দর এলাকায় ভৈরব নদ দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, মাছের ঘেরে পোল্ট্রির বিষ্ঠা ব্যবহার বন্ধ করা, বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করা, মহাসড়কে যানজট নিরসনে ওয়েব্রীজ কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়া, আবাসিক হোটেল ও বাজারগুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা, রেলবস্তিতে অস্ত্র ও মাদকদ্রব্য সরবরাহকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা, শিক্ষক সুনীল দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নবাগত সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, অভয়নগর থানার প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান, অ্যাড. নাসির উদ্দিন, জহুরুল হক, শেখ আবুল কাশেম প্রমুখ।

    আরও খবর

    Sponsered content