• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজধানী

    সাংবাদিক মারুফ সরকারের উপর হামলা

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৩ , ২:৩৬:৫৮ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে ওয়াল্ড গ্লোবাল নিউজ এর স্টাফ রিপোর্টার মারুফ সরকারসহ হামলার শিকার হয়েছেন ডজন খানেক সংবাদকর্মী।

    আহতদের মধ্যে রয়েছেন ওয়াল্ড গ্লোবাল নিউজ এর স্টাফ রিপোর্টার মারুফ সরকার, দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জনি, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটোগ্রাফার সাজ্জাদ হোসেন, প্রতিবেদক জুবায়ের আহমেদ, ব্রেকিংনিউজ ডটকমের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, নিজস্ব প্রতিবেদক আহসান হাবিব সবুজ, ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন, দৈনিক ইত্তেফাকের শেখ নাসির, ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, গ্রিন টিভির বিশেষ প্রতিনিধি সাইফুল রুদ্র, ক্যামেরা পার্সন আরজুসহ আরও কয়েকজন রয়েছেন।

    এছাড়া একুশে টেলিভিশনের গাড়িতে হামলায় প্রতিবেদক তৌহিদুর রহমান ও ক্যামেরা পারসন আরিফুর রহমান আহত হন। নাইটিংগেল মোড়ে ভাঙচুর করা হয় যমুনা টেলিভিশনের একটি গাড়ি। ভোরের কাগজের ফটো সাংবাদিক মাসুদ পারভেজ আনিসকে মারধর করে ক্যামেরা নিয়ে যায় বিএনপি কর্মীরা।

    মারুফ সরকার জানান, আমরা ২ জন বিজয় নগর পানির টেঙ্কি এলাকা এক জায়গায় আগুন ধরাতে যায় বিএনপির নেতারা। সেখানে ভিডিও করতে গেলে ৪ জন এসে আমার উপর হামলা করে। বাঁধা দিতে গেলে আরো আরো বেশি মারধর করে। এসময় আমার কাছে থাকা ওয়াল্ড গ্লোবাল নিউজ এর বুম,আইডি কাড ও মোবাইল স্ট্যান্ড ভাংচুর করে। সংবাদ সংগ্রহ করতে গেলে এমন হামলা আসলে মেনে নেয়া যায় না।

    আরও খবর

    Sponsered content