• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বিজ্ঞান

    বিনামূল্যে সবজি চাষে বীজ,সার ও সরঞ্জাম বিতরণ

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ১১:০৬:৫০ প্রিন্ট সংস্করণ

    স্মরণ সিং, স্টাফ রিপোর্টার,মৌলভীবাজারঃ

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এক ইঞ্চিই ও জমি পতিত রাখা যাবে না নির্দেশনানুসারে বেসরকারি সংস্থা মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর উদ্দ্যোগে ” মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব” প্রকল্পের আওতায় ও নাগরিক উদ্দ্যোগের সহযোগিতায় ১’ লা নভেম্বর ২০২৩ খ্রিঃ রোজ বুধবার মৌলভীবাজার জেলা কমলগন্জ উপজেলা ১নং রহিমপুর ইউনিয়ন মৃতিঙ্গা চা বাগানে ১০(দশ) জন্য অসহায় দরিদ্র চা শ্রমিক পরিবার উপকারভোগি জনগণকে বাড়ির আঙ্গিনায় সবজি চাষ এর আওতায় প্রশিক্ষণ প্রদান ও তাদের মাঝে বিনামূল্যে ০৭( সাত) প্রকার সবজি বীজ, বেগুন, কাচাঁ মরিচের চারা, কোদাল,নিড়ানি, পানি দেওয়া ঝার্ঝি এবং জৈব সার প্রদান করা হয়। সবজি চাষে প্রশিক্ষণ প্রদান করেন কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের উপ- সহকারি কৃষি অফিসার দীপঙ্কর পাল।

    বিনামূল্যে সবজি চাষে বীজ,সার ও সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু- ধলাই ভ্যালী কার্যকরি পরিষদের সভাপতি ও মৃতিঙ্গা চা বাগানের জননন্দিত ইউপি সদস্য ধনা বাউরী, বিশেষ অতিথি বাগান পঞ্চায়েত কমিটি সভাপতি মন্টু অলমিক, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাঁতীসহ প্রমূখ উপস্থিত ছিলেন ।

    বেসরকারি সংস্থা মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর সভাপতি পরিমল সিং বাড়াইক এর সভাপতিত্বে বিনামূল্যে সবজি চাষে বীজ,সার ও সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার কো-অর্ডিনেটর জিয়ানা মাদ্রাজী।

    আরও খবর

    Sponsered content