• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ায় প্রবীন জাপা’র নেতা আবুল হোসেনমেম্বারের ইন্তেকাল।। জাতীয় পার্টি সহ বিভিন্ন সংগঠনের মহলের শোক

      প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৩ , ২:২৯:৫৭ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

    জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সিনিয়র সহসভাপতি ও পটিয়া পৌর সভাপতি সাবেক আবুল হোসেন মেম্বার ( ৭০) ৬ নভেম্বর সোমবার রাত সাড়ে দশটায় পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড শেয়ান পাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়ান্নাহ লিল্লাহি রাজিউন। তিিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দক্ষিণ পটিয়া উপজেলার চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল, সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, কাউন্সিলর গোফরান রানা, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি আহবায়ক আমান উল্লা আমান, সদস্য সচিব সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম, পটিয়া উপজেলা জাতীয় পার্টি সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, পটিয়া পৌর জাপা’র সভাপতি সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাকআহমদ, দক্ষিণ জেলা জাপা’র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাএনেতা ডাক্তার খোরশেদ আলম, জাসদ কেন্দ্রীয় নেতা আহমদ নুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা’র নেতা মো: নুরুচ্ছফা, দৈনিক জনতার পাঠক ফোরাম নেতৃবৃন্দ সহ জাতীয় পার্টি জেলা, উপজেলা, পৌরসভা নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধি আবুল হোসেন মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য আবুল হোসেন মেম্বার ৩৯ বছর জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। প্রবীণ এ রাজনীতিবিধ আবুল হোসেন মেম্বার একজন সদালাপী ভদ্র নম্র ভালো মানুষ ছিলেন। তিনি ১৯৯১ সালে এরশাদ মুক্তি আন্দোলন রাজপথে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তার মৃত্যুতে পটিয়া জাতীয় পার্টি নেতা কর্মীদের মাঝে শোকের চায়া নেমে আসে।

    (৭ নভেম্বর মঙ্গলবার)সকাল ১১ টায় শেয়ান পাড়া জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

    আরও খবর

    Sponsered content