• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    নাইক্ষ‍্যংছড়িতে দুই মন্ত্রীর সম্ভাবনাময়ী কাজু ও মাল্টা বাগান পরিদর্শন

      কপিল উদ্দিন জয় নাইক্ষ‍্যংছড়ি: ৫ এপ্রিল ২০২৩ , ১০:৩০:০১ প্রিন্ট সংস্করণ

    বুধবার সকাল ৯ টা ৪৫ মিনিটের সময় রামু চা বাগান হেলিপ্যাডে গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ডঃ মোঃআ আব্দুর রাজ্জাক,এমপি ও পার্বত্য চট্টগ্রামে বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সফর সঙ্গীসহ ঢাকা থেকে সামরিক হেলিকপ্টার যোগে রামু চা বাগান হেলিপ্যাডে অবতরণ করেন।

    ১০ টার সময় মন্ত্রী গণ রামু চা বাগান হেলিপ‍্যাড থেকে সড়ক পথে নাইক্ষ্যংছড়ি সদরস্হ রেষ্ট হাউসের আসেন । সেখানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ কর্তৃক মন্ত্রীকে সশস্ত্র সালাম প্রদর্শন করেন। এরপর ১০ টা ৪৮ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পযর্ন্ত দুই মন্ত্রীর সফরসঙ্গী সহ নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ৫ নং সোনাইছড়িতে নাইক্ষ‍্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শফি উল্লাহর মালটা ও কাজু বাদাম বাগান পরিদর্শন করেন।
    এর পরে নাইক্ষ্যছড়ি এম এ কালাম ডিগ্রি কলেজের হল রুমে কাজু বাদাম ও কফি বাগান চাষিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগদান করেন।উক্ত মত বিনিময় সভায় কৃষি মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । বক্তব্যে মন্ত্রী বলেন দেশে ও আন্তর্জাতিক বাজারে কাজুবাদাম ও কফির বিশাল চাহিদা রয়েছে ও দামও অনেক বেশি। সেজন্য এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে।পাহাড়ের বৃহৎ এলাকাজুড়ে এসব ফসল চাষের সম্বাবনা অনেক।এর পরে সফরসঙ্গীসহ রামু চা বাগান হেলিপ্যাডে গিয়ে সামরিক হেলিকপ্টার যোগে খাগড়াছড়ির উদ্দেশ্যে গমণ করেন বলে জানাগেছে। সফরসঙ্গী হিসেবে মন্ত্রীর সঙ্গে ছিলেন বীর বাহাদুর উশৈসিং এমপি, চঃবিষয়ক মন্ত্রণালয়। দীপংকর তালুকদার, এমপি,রাঙ্গামাটি, বাসন্তী চাকমা,এমপি,খাগড়াছড়ি,
    ওয়াহিদা আক্তার, সচিব,কৃষি মন্ত্রণালয়, ডঃ শেখ বখতিয়ার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান, বাদল চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর, এছাড়াও স্থানীয়দের মাঝে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহ, এডিসি,বান্দরবান,পুলিশ সুপার তারেক,বান্দরবান, রোমেন শর্মা নির্বাহী কর্মকর্তা,নইক্ষ‍্যংছড়ি।টান্টু সাহা,থানা ইনচার্জ, নাইক্ষ‍্যংছড়ি এবং ইউপি চেয়ারম্যান গণ।

    আরও খবর

    Sponsered content