• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়া কাহালু দেওয়ালে পোষ্টার লাগিয়ে চাঁদা দাবির মূল পরিকল্পনাকারী গ্রেফতার

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৩ , ১০:২৯:০৫ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, স্টাফ রিপোর্টার:

    বগুড়ার কাহালু উপজেলায় দেওয়ালে পোষ্টার লাগিয়ে চাঁদা দাবির মূল পরিকল্পনাকারী রবিউল ইসলামকে (২৩) বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে মুরইল বিষ্ণপুর এলাকা হতে গ্রেফতার করেছে পুলিশ।
    গ্রেফতারকৃত রবিউল ইসলাম বিষ্ণপুর পুকুর পাড়া গ্রামের আব্দুল মোমিনের পুত্র। থানা পুলিশ তার কাছে থাকা চাঁদা দাবির পোষ্টার, পেনড্রাইভ ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।
    উল্লেখ্য যে, গত ৩০ সেপ্টেম্বর/২৩ইং তারিখে রাতে কে বা কাহারা কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মাঝাগাড়ী, মিস্ত্রীপাড়া, মুন্নাপাড়া সহ মুরইল গ্রামের দপ্তরী পাড়ার প্রায় ৩’শ বাড়ীর দরজা ও দেওয়ালে বাড়ীওয়ালার কাছ থেকে ২”শ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত নেওয়ার জন্য চিরকুট লাগানো হয়েছে। দরজায় চিরকুটে উল্লেখ্য করা হয়েছে ১ অক্টোবর হতে ৬ অক্টোবর তারিখের মধ্যে ৩ হাজার টাকা দিতে হবে। না হইলে ৭ তারিখে আপনাদের ছেলে মেয়ে হারায় গেলে আমার কোন কিছু করার থাকবে না। আমি বা আমরা কে সেটা না খুঁজে আমি যা বলছি সেটা করার চেষ্টা করেন তাহলে কিছু হবে না। অল্প কিছু টাকার জন্য বাচ্চাদের বিপদে ফেলবেন না। যদি ছেলে মেয়ের মঙ্গল চান তাহলে লোয়া পুকুর সোলার লাইটের সাথে যে বক্র থাকবে। নিজের টাকার সাথে একটা কাগজে নিজের নাম লিখিয়ে ঐ বক্রে ফেলান আর নিজের বাচ্চাদেরকে সুরক্ষিত করুন।

    আরও খবর

    Sponsered content