• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১৩কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারি আটক

      প্রতিনিধি ১০ মে ২০২৩ , ২:৪০:৪৩ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৩ কেজি গাঁজা জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১০ মে) দুপুরে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন—আজিজুল হক (২৬), এনামুল হক (৩৭) ও ফিরোজ কবির আকন্দ (৪২)। গ্রেফতার আজিজুল হক(২৬) নামের যুবক সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গজেরকুটি গ্রামের নুর ইসলামের ছেলে ও এনামুল হক (৩৭) নামের ব্যক্তি সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বোগলাগাড়ী (পূর্বপাড়া) গ্রামের মৃত জামাল মন্ডলের ছেলে এবং ও ফিরোজ কবির আকন্দ(৪২) নামের ব্যক্তি সে ওই গ্রামের রাজা মিয়ার ছেলে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৯ মে) র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও সিপিএসসি রংপুরের একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের বোগলাগাড়ী এলাকা নামক স্থান থেকে ওই মাদক কারবারিদের কাছে থাকা ১৩ কেজি গাঁজা জব্দসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

    মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

    আরও খবর

    Sponsered content