• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    চাঁপাইনবাবগঞ্জে ১৫ শিক্ষার্থী খেলোয়াড় পেলেন বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ১:১৯:২৩ প্রিন্ট সংস্করণ

    ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

    চাঁপাইনবাবগঞ্জে ১৫ শিক্ষার্থী খেলোয়াড় পেয়েছেন ৩ লাখ ৪৬ হাজার টাকার বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি। এর মধ্যে ১৩ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে ও ২ জনকে ১২ হাজার টাকা করে চেকের মাধ্যমে প্রদান করা হয়। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন দেশে প্রথমবারের মতো এই ক্রীড়া শিক্ষা বৃত্তি দিচ্ছে।
    বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সূচনা বক্তব্য দেন- জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন।
    এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও কোষাধ্যক্ষ মো. বদিউজ্জামান বুধুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
    জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেননা খেলার সঙ্গে থাকলে মানুষের শরীর ও মন ভালো থাকে। মাদক থেকে থেকে যুবসমাজকে দূরে রাখা যায়। তাই এই টাকাগুলো যারা পেয়েছেন, তারা ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যাবেন।

    আরও খবর

    Sponsered content