• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    ঈদগাঁওতে রসালো মৌসুমী ফলের সুঘ্রানে মাতোয়ারা : চড়া দাম

      প্রতিনিধি ৫ মে ২০২৩ , ২:৫৬:২৭ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর,ঈদগাঁও

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রধান বাজারসহ ছোটখাট বাজারে রসালো ফলে সুঘ্রাণে মাতোয়ারা হয়ে উঠেছে। তবে চড়া দাম নিয়ে বিপাকে ক্রেতারা।আম, কাঁঠাল, লিচু, মালটা, পেয়ারা, বাঙ্গিসহ তরমুজের মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে ঈদগাঁওর সর্বত্র। প্রখর দাবদাহে প্রকৃতিও মানুষ গরম ও ক্লান্তিতে ধুঁকছে। নেই বৃষ্টি।

    বৈচিত্র্যময় রসে টইটম্বুর মৌসুমী ফলের ঘ্রাণে এখন চারদিকে মাতোয়ারা। ইতিমধ্যে মৌসুমী ফলে ছেয়ে গেছে বাজার। রসালো এসব ফলে মনে পড়ে ‘ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ’ চয়নখানি।

    দেখা যায়, বাজারের যত্রতত্র স্থানজুড়েই ফলফলাদীতে সয়লাব। তবে নানা বর্ণের যে আম বিক্রি হচ্ছে তা দেশীয় নয়, বাহির থেকে আমদানি করা। গুটি জাতের দেশীয় কিছু আম পাওয়া গেলে তা অপরিপক্ব। তারপরেও আম বিক্রি হচ্ছে দ্বিগুন দামে।

    যাতে করে,হতদরিদ্র লোকজন বছরের ফল হিসেবে এসব মধুফল খাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও চড়াদামের কারণে খেতে হিমশিম খাচ্ছে। মৌসুমী ফল ব্যবসায়ীরা জানান, এখন নানাজাতের ফলফলাদী বিক্রি হচ্ছে ঈদগাঁওর বিভিন্ন স্থানে। এমনিতে মৌসুমের শুরুতে যেকোন পণ্যের মূল্য বেশি থাকে ও সরবরাহ বাড়লে দাম কমে আসে।

    মধু ফলে বাঙালির চিরকালীন দুর্বলতা। তাপদাহের যন্ত্রণায় জনমনে একটু শীতল তার পরশ ও প্রশান্তি দেয় এই মধুফলে।

    আরও খবর

    Sponsered content