• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বিজ্ঞান

    ধনবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ- সার বিতরণ

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ৬:০৬:৫২ প্রিন্ট সংস্করণ

    জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল

    টাঙ্গাইলের ধনবাড়ী জেলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    গতকাল ধনবাড়ী উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল হুদা, ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, সাংবাদিক আনসার আলী,
    ধনবাড়ী উপজেলার কৃষি উপসহকারী,ফরিদ আহম্মেদ ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হারুনার রশিদ হীরা বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। আশা করছি কৃষকগন এই বীজ নিয়ে সঠিক ভাবে চারা উৎপাদন করে সফল হবেন।

    উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান জানান,২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। আশা করছি কৃষকগন এই বীজ নিয়ে সঠিক ভাবে চারা উৎপাদন করে সফল হবেন।
    ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন,
    ধনবাড়ী উপজেলায় ৪০০০ হাজার জন কৃষকের মাঝে বোরো ধানের ( হাইব্রিড) এবং (উফশী) ৪ হাজার ৬’শ জন কৃষকের মাঝে বোরো ধানের প্রণোদনা প্রদান করা হয়।
    বোরো ধানের (উফশী) প্রণোদনের ক্ষেত্রে প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং বোরো ধানের( হাইব্রিড) প্রণোদনার ক্ষেত্রে প্রতি জন কৃষক ২ কেজি হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়। ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান সঞ্চালনায় কৃষকদের হাতে বীজ তুলে দেয়া হয়।

    ধনবাড়ী উপজেলার কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান সঞ্চালনায় কৃষকদের হাতে বীজ তুলে দেয়া হয়।

    আরও খবর

    Sponsered content