• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    রংপুরের অসহায়-শীতার্ত মানুষের পাশে অটোরিকসা চালক মামুন

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ৪:০৯:১৮ প্রিন্ট সংস্করণ

    শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার

    রংপুরের অসহায়-শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অটোরিকসা চালক আব্দুল খালেক (মামুন)। অটোরিকসা চালিয়ে উপার্জিত অর্থের কিছু অংশ পরিবারের কাজে ব্যয় করে এবং কিছু অংশ অসহায়-দরিদ্র মানুষের জন্য রেখে দেন। এভাবেই জমানো অর্থ দিয়ে শীতবস্ত্র ক্রয় করে তা শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন তিনি। ‘‘সেবাই আমাদের লক্ষ’’ এই শ্লোগানকে সামনে রেখে এন.আর. চাইল্ড কেয়ার ফাউন্ডেশনের সৌজনে রবিবার (১৭ ডিসেম্বর) রংপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের বটতলা এলাকার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন রামপুরা উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি ও ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুর রহিম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহেদা আনোয়ারী লাকী, প্রকৌশলী রাধানাথ দাস, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছায়া রানী দাস, সমাজ সেবক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহীদ, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ, সমাজ সেবক জোছনা বেগম, মেছতাহুন নাহার ইতি, সত্য গোপাল অধিকারী, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, মিল-চাতাল ব্যবসায়ী মাসুদ মিয়া, ব্যবসায়ী রফিকুজ্জামান সুমন, সমির কৃষ্ণ রায়, আসাদুজ্জামান আঙ্গুর, সোহেল ইসলাম, হাফিজুল ইসলাম। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য মামুনকে সাধুবাদ জানান। অটোরিকসা চালক আব্দুল খালেক (মামুন) এর বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। কিন্তু স্বীকৃতি না মেলায় পরবর্তীতে তার মৃত্যু হলে তিনি দাফন কাজের অর্থ ম্যানেজ করতে পারেনি। সেই উপলব্ধি থেকেই আজকে মামুন মানুষের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন ডাইরি। অস্বচ্ছল পরিবারের কেউ মারা গেলে দাফন কার্জের খরচাপাতি দিয়ে সর্বদাই সহযোগিতা করে আসতেছেন তিনি।

    আরও খবর

    Sponsered content