• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    দির্ঘ ৫ মাস পরে ৭২বছরের বৃদ্ধাকে খুলনা থেকে উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিল কুড়িগ্রাম জেলা পুলিশ

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ১:৩৪:৫৫ প্রিন্ট সংস্করণ

    কুড়িগ্রাম প্রতিনিধি, মোঃমোরশেদ হাসান লালু

    সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

    এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম থেকে হারিয়ে যাওয়া ৭২ বছরের বৃদ্ধা আছিয়াকে দির্ঘ ৫ মাস পরে খুলনা থেকে উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিল কুড়িগ্রাম থানা পুলিশ। কুড়িগ্রাম থানাধীন সরদার পাড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন আছিয়া বেগম (৭২) বিগত পাঁচ মাস আগে হারিয়ে যান। পরবর্তীতে তাকে খুলনা জেলার সোনাডাঙ্গা থানার পুলিশ গত ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ উদ্ধার করে তাকে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে তিনি শুধু জানান যে তার নাম আছিয়া, বাড়ি কুড়িগ্রাম জেলায় এর বেশি কিছু বলতে পারেননি। বিষয়টি সোনাডাঙ্গা থানার মাধ্যমে কুড়িগ্রাম থানা পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে উক্ত মহিলার আত্মীয়-স্বজনকে খুঁজে বের করার জন্য খোঁজ সন্ধান করে জানতে পারে উক্ত মানসিক ভারসাম্যহীন আছিয়ার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর থানার সরদারপাড়া এলাকায়। আরো জানা যায় যে উক্ত মহিলা স্বামী পরিত্যাক্তা। তার একজন মানসিক ভারসাম্যহীন ছেলে রয়েছে। পরবর্তীতে আছিয়া বেগমের ছোট বোন রূপালী বেগম উক্ত মহিলাকে তার হারিয়ে যাওয়া বোন আছিয়া বেগম বলে শনাক্ত করলে তার নিকট বুঝিয়ে দেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content